Home / বিদেশের খবর / শীত শুরুর আগে যুদ্ধ শেষে সর্বোচ্চটুকু করুন-জেলেনস্কি

শীত শুরুর আগে যুদ্ধ শেষে সর্বোচ্চটুকু করুন-জেলেনস্কি

শেরপুর ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি-সেভেন নেতাদের বলেছেন, তিনি চান শীত শুরুর আগেই ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ হোক।

জেলেনস্কি জানান, তার সৈন্যরা তীব্র লড়াই করছে, কিন্তু শীত তাদের জন্য লড়াই করা কঠিন করে তুলবে। তিনি জি-সেভেন নেতাদের প্রতি চলতি বছর শেষে চলমান যুদ্ধ বন্ধ করতে করণীয় সর্বোচ্চটুকু করতে আহ্বান জানান।

সোমবার বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির বরাতে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন। জেলেনস্কি ভিডিও লিঙ্কের মাধ্যমে জি-সেভেন সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনটি জার্মানির ক্রুয়েনের এলমাউ দুর্গে অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে দেওয়া বক্তব্যে জি-সেভেন নেতাদের প্রতি জেলেনস্কি যুদ্ধে ধ্বংস হওয়া অবকাঠামোর পুনর্নিমার্ণে সহায়তা দিতে, বিমানরোধী প্রতিরক্ষা ব্যবস্থা দিতে, কৃষি পণ্য রপ্তানিতে সাহায্য এবং নিরাপত্তা নিশ্চয়তা দিতে আহ্বান জানান।

এ ছাড়াও তিনি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান।

Check Also

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশে সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হওয়ার খবর সত্য হয়ে থাকলে তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =

Contact Us