শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ জুলাই) দুপুর ২টা থেকে কয়েকটি রথ জগন্নাথ মন্দির থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাতে জগন্নাথ দেবের রথ গোসাইপাড়াস্থ গন্ডিচা মন্দিরে (মাসির বাড়ি) অবস্থান নেয়। আগামী ৯ জুলাই শনিবার উল্টো রথের মধ্যে দিয়ে এই উৎসবের সমাপ্তি হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে দুই বছর বন্ধ থাকায় এ বছর সনাতন ধর্মী নারী-পুরুষের উপচে পড়া ভীড় ছিলো লক্ষ্যনীয়। রথযাত্রা উপলক্ষে দুপুর থেকে ডিজে হাইস্কুল খেলার মাঠে মেলা বসে।