শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রাহকেরা। কোন ঘোষণা ছাড়াই বার বার বিদ্যুতের যাওয়া আসায় দুর্ভোগে পড়েছেন উপজেলার প্রায় অর্ধলক্ষ বিদ্যুত গ্রাহক।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত যখন তখন বিদ্যুত বার বার যাওয়া আসা করছে। কিছুক্ষণ পর পর বিদ্যুতের যাওয়া-আসার কারণে বিদ্যুতচালিত যন্ত্রপাতি বিকল হচ্ছে। তাছাড়া তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে জীবন।
এ ব্যাপারে নেসকো লি. শেরপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতি:) মো. আব্দুল জলিল জানান, বর্তমানে শেরপুর উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ১৬ মেগাওয়াট। সেখানে পাওয়া যাচ্ছে ৮ মেঘাওয়াট। চাহিদামত বিদ্যুত না পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। অল্পকিছুদিনের মধ্যে এই সমস্যা থাকবে না বলে তিনি দাবী করেন।