শেরপুর ডেস্কঃ পদ্মা সেতু হয়ে সড়ক পথে পরিবারে সদস্যদের নিয়ে সোমবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ জুলাই) সকাল ১১টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছানোর কথা রয়েছে। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে বন্ধবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, এ সফরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধানমন্ত্রী পদ্মা সেতুর সড়ক পথে টুঙ্গিপাড়া যাবেন এবং হেরিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদ সুলতানা প্রধানমন্ত্রীর এ সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর আগম উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার এ সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকে ও সাদা পোশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন।