নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সোমবার ( ৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২২ উপলক্ষে নির্দিষ্ট স্থানে পশু কুরবানী ও দ্রুততম সময়ে কুরবানীর বর্জ্য অপসারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শরিফুল ইসলাম, ৪নং থালতামাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকারিয়া লিটন, যুগ্ন-সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রউফ উজ্জল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহঃ শিক্ষক রুহুল আমিন রানা, ইসলামিক ফাউণ্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মাহমুদুল হাসান প্রমুখ। এছাড়াও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হোটেল রেস্তোরাঁর মালিকগণ, ইমাম-মুয়াজ্জিন এবং চামড়া ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবছর পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নির্দিষ্ট স্থানে পশু কুরবানী, দ্রুততম সময়ে কুরবানীর বর্জ্য অপসারণ এবং হোটেল রেস্তোরাঁয় পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন নিশ্চিতকরণ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা সিদ্ধান্ত গৃহীত হয়েছে।