সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী

গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী

শেরপুর ডেস্কঃ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আর নেই। শুক্রবার (৮ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশটির দীর্ঘ সময় জুড়ে ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রী।

সকালে দেশটির নারা শহরে নির্বাচনী প্রচারসভায় ভাষণ দেয়ার সময় তেতসুয়া ইয়ামাগমি নামে জনৈক ব্যক্তি পেছন দিক থেকে গুলি করেন। ঘটনাস্থল থেকে তাকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটিতে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন। ২০১২ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া এই নেতা অসুস্থতার কারণে ২০২০ সালের আগস্টে পদত্যাগের ঘোষণা দেন। এর আগে ২০০৭ সালেও প্রধানমন্ত্রী থাকাকালীন এই পদে ইস্তফা দেন। জাপানের জনপ্রিয় এই নেতা কিশোর বয়স থেকে আলসারেটিভ কোলাইটিস নামক এক রোগে ভুগছিলেন।

Check Also

প্রথম নির্বাচনে বড় জয় প্রিয়াঙ্কা গান্ধীর

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআই ও বিজেপি প্রার্থীদের বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 7 =

Contact Us