সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / জেলার খবর / বিক্রি হলো বগুড়ার সেই ‘হিরো আলম’

বিক্রি হলো বগুড়ার সেই ‘হিরো আলম’

শেরপুর ডেস্কঃ বগুড়ায় সেই আলোচিত গরু ‘হিরো আলম’ অবশেষে বিক্রি হয়েছে। ঈদের দুইদিন আগে সাড়ে চার লাখ টাকায় ‘হিরো আলম’ কে কিনে নেন শহরের মোল্লা ট্রেডার্সের মালিক আলহাজ্ব জেলহজ্ব। সোমবার সকালে ‘হিরো আলমকে’ গোয়াল ঘর থেকে বের করা হলে শত শত মানুষ এক পলক দেখতে ভিড় জমায়।

ক্রেতা আলহাজ্ব জেলহজ্ব জানান, পরিবারের পক্ষ থেকে কুরবানির জন্য এ গরু কেনা হয়েছে। ঈদের পরেরদিন সকাল সাড়ে ১০টায় গরুটি কুরবানি করা হয়।

এদিকে, বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার বাসিন্দা জিয়ামের বাড়িতে ২০১৯ সালের শেষ দিকে জন্ম হিরো আলমের।

জিয়াম বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বগুড়ার হিরো আলমকে নিয়ে অনেক ট্রল হলেও, করোনা কিংবা বন্যায় অসহায়দের পাশে সবসময় দাঁড়ানোর কারণে আলমকে পছন্দ করেন তিনি। তাই জন্মের কিছুদিন পর প্রিয় গরুর নাম রেখেছেন হিরোর নামে।’

জিয়াম আরও বলেন, ‘দীর্ঘ তিন বছর লালন পালন করার পর ঈদের দুই দিন আগে সাড়ে ৪ লাখ টাকায় প্রিয় ‘হিরো আলমকে’ বিক্রি করেছি। তবে যে আশা করেছিলাম সে অনুযায়ী দাম পাইনি। তবুও আমি খুশী।’

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − three =

Contact Us