সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / জেলার খবর / শেখ হাসিনা থাকলে দেশ এগিয়ে যাবে- এস এম কামাল

শেখ হাসিনা থাকলে দেশ এগিয়ে যাবে- এস এম কামাল

শেরপুর ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঁচলে দেশ বাঁচবে, শেখ হাসিনা থাকলে দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ শ্রীলঙ্কা হত যদি ক্ষমতায় বিএনপি জামাত থাকতো। ক্লিন হার্ট অপারেশনের নামে তারা ১শত ২৮জনকে হত্যা করেছে। সে সময় সারা দেশ খুনের নগরীতে পরিণত হয়েছিল। জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি জামাত বার বার চেষ্টা চালিয়েছে। তারা এ ষড়যন্ত্রে কখনো সফল হতে পারেনি। শেখ হাসিনার দুরদুর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। টানা ১৪ বছর ক্ষমতায় থেকে তিনি দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করবেন। তিনি সে টা করেছেন। শুধু পদ্মা সেতুই নয়, মেট্রোরেল থেকে শুরু করে ফোর- সিক্স লেন রাস্তা নির্মাণ করেছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার।

তিনি আরোও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সন্ত্রাস ও জঙ্গি মুক্ত। বিশ্বের দরবারে দেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

শনিবার (১৬ জুলাই) বিকেলে শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি।

বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আলমগীর বাদশার সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি ও রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ তারিন।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া ০৫ আসনের সংসদ সদস্য মোঃ হাবিবর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. মকবুল হোসেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি ও রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক কৃষিবিদ শাসছুদ্দিন আল আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, কেন্দ্রীয়নেতা বিশ্বনাথ সরকার বিটু।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জাকির হোসেন নবাব,শাহাদাৎ আলম ঝুনু, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, নাসরিন রহমান সিমা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারন সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কামরুল মোর্শেদ আপেল, সদস্য সচিব রাকিব উদ্দিন প্রাং সিজার, এ্যাডঃ লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাজনসহ আরোও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি পদে পুনরায় নির্বাচিতন হন আলমগীর বাদশা ও সাধারণ সম্পাদক পদে নিবাচিত হন মঞ্জুুরুল হক মঞ্জু।

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 5 =

Contact Us