সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / গাবতলী / প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় বগুড়ায় বিএনপি নেত্রী কারাগারে

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় বগুড়ায় বিএনপি নেত্রী কারাগারে

শেরপুর ডেস্কঃ বগুড়ায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করার মামলায় বগুড়ায় বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনিকে কারাগারে পাঠিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার রোববার (১৭ জুলাই) দুপুর পৌণে ১টার দিকে এ আদেশ দেন।

এদিন আদালতে আত্মসমর্পণের পর জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

সুরাইয়া জেরিন রনি বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন বগুড়া কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জি।

তিনি জানান, বিচারক আদেশ দেয়ার পর বেলা আড়াইটার দিকে সুরাইয়া জেরিন রনিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার বরাতে কোর্ট পরিদর্শক বলেন, গত ২৭ মে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনি আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

রনির ওই বক্তব্যের প্রতিবাদে ২৯ মে বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাবতলী উপজেলা আওয়ামী লীগ। তাদের ওই কর্মসূচিকে ঘিরেই সংঘর্ষ বাধে।

পরিদর্শক সুব্রত ব্যানার্জি আরও বলেন, পরে ৩১ মে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও গাবতলীতে আওয়ামী লীগের ওপর হামলার ঘটনায় সুরাইয়া জেরিন রনিসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

এ মামলার বাদী গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার পাইকার।

সেই মামলায় জামিন নিতে গেলে বিএনপি নেত্রী রনিকে আদালত কারাগারে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে গত ১৪ জুলাই এ মামলায় আরও তিন বিএনপি নেতাকে কারাগারে পাঠানো হয়। ওই তিন নেতা হলেন গাবতলীর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, হারুনুর রশিদ ও ফজলে রাব্বী। হারুন ও রাব্বী উপজেলা বিএনপির সদস্য।

বিএনপি নেত্রী রনির আত্মসমাপর্ণকে ঘিরে আদালত প্রাঙ্গণে যুবলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

দুপুর সোয়া ২টার দিকে কোর্ট পুলিশ ও থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে রনিকে এজলাস থেকে বের করে আনে।

পড়ে তাকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেওয়া হয়। এরমধ্যে রনিকে প্রিজন ভ্যানে উঠানোর সময় যুবলীগ নেতাকর্মী দলীয় শ্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করতে থাকেন। এতে উপস্থিত পুলিশ সদস্যরাসহ গণমাধ্যমকর্মীরাও আক্রান্ত হোন।

পুলিশের প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণ ত্যাগ করলে যুবলীগ ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। পড়ে পুলিশ উভয় পক্ষকে ভিন্ন ভিন্ন দিকে পাঠিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Check Also

বগুড়ায় এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বগুড়া জেলার তিন উপজেলা পরিষদের নির্বাচনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − two =

Contact Us