শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরের ফুলবাড়ি গ্রামের দিন মজুর নায়েব আলীর বাড়ি থেকে বের হবার কোন রাস্তা নেই। প্রতিবেশীরা তার বাড়ি থেকে বের হবার পথ ইট দিয়ে বন্ধ করে দিয়েছে। তাই পরিবার পরিজন নিয়ে অবরুদ্ধ দিন কাটাতে হচ্ছে তাকে।
নায়েব আলী জানান, পাশের বাড়ির গোলাম হোসেনসহ কয়েকজন মিলে আবার বাড়ি হতে বাহির হবার রাস্তা প্রায় ১০ মাস পুর্বে বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেছি। তাতেও কোন ফল হয়নি। বরং উল্টো তারা আমাকে নানা হুমকি ধামকি দিয়ে আসছে। রাস্তা বন্ধ করে দেয়ায় বর্ষাকালে ক্ষেতের পানির ভিতর দিয়ে চরম কষ্টে চলাচল করতে হচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত গোলাম হোসেন জানান, আমাদের বাড়ির জায়গায় আমরা ইট দিয়ে বেড়া দিয়েছি। সে আমাদের জায়গায় দিয়ে চলাচল করতে চায়।