সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

নন্দীগ্রামে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ৩১ জুলাই (রবিবার) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, ওয়াসিম উদ্দিন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায়, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, পল্লি উন্নয়ন অফিসার শাহ আলম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম মোস্তফা গামা, একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা, সহকারী প্রোগ্রামার দেবব্রত চক্রবর্তী প্রমুখ।

Check Also

নন্দীগ্রামে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের ইন্তেকাল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মোসলেম উদ্দিন (৭৭) ইন্তেকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − six =

Contact Us