Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / বগুড়ায় আবারো যমুনা নদীর পানি বাড়ছে

বগুড়ায় আবারো যমুনা নদীর পানি বাড়ছে

শেরপুর ডেস্কঃ বগুড়া সারিয়াকান্দিতে আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। পানি বৃদ্ধি পেতে থাকায় নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। দুশ্চিন্তায় রয়েছেন উপজেলার চরাঞ্চলের কৃষকরা।

জানা যায়, গত ১ আগস্ট থেকে বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সংবাদে আতঙ্কিত হয়ে আছে উপজেলার ৭ ইউপির ৭৭ গ্রামের মানুষ।

সারিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার পরশুরাম জানিয়েছেন, কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো পানি বিপদসীমার নীচেই রয়েছে। গত সোমবার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৫.১৫ মিটার, মঙ্গলবার পানির উচ্চতা ছিল ১৫.২৯ মিটার, বুধবার পানির উচ্চতা ছিল ১৫.৬৯ মিটার এবং বৃহস্পতিবার যমুনা নদীর পানির উচ্চতা ১৫.৯৫ মিটার। যা বিপদসীমার ৭৫ সে. মি. নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে বাঙালি নদীতে বৃহস্পতিবার সকালে পানির উচ্চতা ছিল ১৪.৭১ মিটার। যা বিপদসীমার ১ মিটার ৪ সে. মি. নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গত ১৭ জুন শুক্রবার বিকাল ৬ টায় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছিল। এরপর পানি বেড়ে গত ২১ জুন মঙ্গলবার যমুনা নদীর পানি বিপদসীমার সর্বোচ্চ ৬৪ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

ঐ বন্যায় উপজেলার ৭৭ টি গামের ১৪ হাজার ১ শত ৮০ পরিবারের ৫৬ হাজার ৭২০ জন মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছিল। ১০ হাজার ২৫০ টি টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির অভাব সৃষ্টি হয় এবং ১১ হাজার গবাদিপশু পানিবন্দী হয়ে পড়ে। এছাড়া ২ হাজার ৪৬৯ হেক্টর কৃষি জমির ফসল পানিতে নিমজ্জিত হয়। এর মধ্যে পাট ২ হাজার হেক্টর, আউশ ধান ৪৫০ হেক্টর, ভুট্টা ৪ হেক্টর এবং সবজি ১৫ হেক্টর ছিল।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া জানান, পানি বৃদ্ধি পেতে শুরু করলেও বিপৎসীমা অতিক্রম করার কোন সম্ভাবনা নেই। দুই একদিনের মধ্যে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসের শেষের দিনে পুনরায় বন্যা দেখা দিতে পারে।

Check Also

সারিয়াকান্দিতে এক প্রাথমিক বিদ্যালয়ে ২১ জন শিক্ষার্থী অসুস্থ

রহিদুর রহমান মিলন সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দি উপজেলা কামালপুর ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার বুড়ইল সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 8 =

Contact Us