শেরপুর ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ায় পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কোরআন তেলওয়াত, দোয়া মাহফিল, চারা বিতরণ ও বৃক্ষরোপন, ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট (শুক্রবার) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা চত্ত্বরে স্থাপিত শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়ার সর্বস্তরের জনগণ।
বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়। সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়া হলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কর্তন, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা, জেলা পরিষদের প্রশাসক ডাঃ মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়ার সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার সিআইডির পুলিশ সুপার কাউছার শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, সমাজ সেবা অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক আবু সাইদ মোহাম্মদ কাওছার রহমান, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, সদস্য অ্যাড. নরেশ মুখার্জি, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা, বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এস এম মিল্লাত হোসেন, বিআরটিএ মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ প্রমুখ সহ বগুড়ার জেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ও স্কুল কলেজের কর্মকর্তাগণ ।