সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বাড়ল সব জ্বালানি তেলের দাম

বাড়ল সব জ্বালানি তেলের দাম

শেরপুর ডেস্কঃ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পর থেকে এ দাম কার্যকর হবে।

এর আগে, ডিজেল ও কেরোসিনে দাম ছিল ৮০ টাকা, অকেটেনের দাম ছিল ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ছিল ৮৬ টাকা।

এদিকে শুক্রবার (৫ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, জ্বালানি তেলের দাম বাড়ানো প্রয়োজন। তবে অবশ্যই সহনীয় মাত্রায় হবে। জনগণের দুর্ভোগ হয়, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।

 

Check Also

চট্টগ্রামে আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা

শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 3 =

Contact Us