শেরপুর ডেস্কঃ বগুড়ায় সার ডিলারদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
শনিবার (১৩ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
প্রধান অতিথি বলেন, নিজ এলাকার বাইরে কোন ডিলার সার বিক্রি করতে পারবেন না। অতীতে সারের পিছনে মানুষ ছুটতো আর এখন সারের অভাব নেই। আপনাদের কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন আমি দ্রুত সমাধান করবো। কিন্তু সার নিয়ে কোন দুর্নীতি চলবে না। তৃণমূল পর্যায়ে কৃষকদের মাঝে সার পৌঁছে দিতে তিনি ডিলারদের নির্দেশ প্রদান করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক দুলাল হোসেন, বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ।
এসময় ১২ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও তিন শতাধিক সার ডিলার উপস্থিত ছিলেন।