সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / শেরপুরের কবি মুহাম্মদ রহমতুল বারীর দাফন সম্পন্ন

শেরপুরের কবি মুহাম্মদ রহমতুল বারীর দাফন সম্পন্ন

শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরের বিশিষ্ট কবি চিকিৎসক মুহাম্মদ রহমতুল বারীর দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৭ আগষ্ট) বাদ জোহর শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত হযরত শাহ তুর্কান কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তব্য রাখেন- শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, মরহুমের ছেলে ডা. শফিউল বারী, নাতি ডা. মো: আহমদ আব্দুল্লাহ আল জামি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, বিএনপি নেতা কেএম মাহবুবুর রহমান হারেজ প্রমূখ। জানাজায় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, চিকিৎসক, শিক্ষক ও সাংবাদিকসহ নানা শ্রেণীর মানুষ।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬বছর।

Check Also

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা ক্যাম্প সংখ্যা বাড়ানো হয়েছে: আইএসপিআর

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা ক্যাম্প সংখ্যা বাড়ানো হয়েছে: আইএসপিআর শেরপুর নিউজ ডেস্ক : জনসাধারণের জান-মাল ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 4 =

Contact Us