শেরপুর ডেস্কঃ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি, সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় পুলিশ বাহিনী কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বগুড়ার শেরপুর উপজেলার ১০ নং শাহবন্দেগী ইউনিয়ন বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট (রোববার) বিকেল ৫ টায় শেরুয়া বটতলা বাজার চত্বরে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলালের সভাপতিত্বে ও বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা বদিউজ্জামান বদি, শেরপুর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, আলমগীর হোসেন, সবাইদুল ইসলাম, শেরপুর শহর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ, সদস্য সচিব নুরুল ইসলাম নুর, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওসার আলী কলিন্স, যুগ্ম আহবায়ক শোয়াইব আহমেদ চপল প্রমুখ।