শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এসময় আগ্নেয়াস্ত্রটির মালিক বা সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করা যায়নি। সোমবার (২৯আগস্ট) রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশে কচুক্ষেতের মধ্যে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত করে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নামেন তাঁরা। একপর্যায়ে গোপনে খবর আসে শেরুয়া গ্রামে আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এরপর মহাসড়ক সংলগ্ন গ্রামটির সড়কের পাশে কচুক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়। এটির গায়ে বার্মা লেখা রয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি পুরনো হলেও সচল আছে। তবে এটির মালিক বা সংশ্লিষ্ট কারো সন্ধান মেলেনি। তাই অস্ত্রটি জব্দপূর্বক থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে জানান এই পুলিশ কর্মকর্তা।