সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

বগুড়ায় স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

শেরপুর ডেস্কঃ স্বামী হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তা চেয়ে জেলার বগুড়ায় স্ত্রী শাপলা বেগম (৩৫) সংবাদ সম্মেলন করেছেন। শনিবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে মিলনায়তেন এ সংবাদ সম্মেলন করেন বগুড়ার গাবতলী উপজেলার জাগুলী উত্তরপাড়ার মৃত সামিউল ইসলাম জাকিরের স্ত্রী শাপলা।

সংবাদ সম্মেলনে শাপলা বেগম তার লিখিত বক্তব্যে বলেন, নিহত জাকির হোসেন পেশায় একজন রং মিস্ত্রি ও নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার একজন সদস্য।  ২০২২ সালের ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে স্থানীয় শাহিদুল ইসলামকে টিউবওয়েল প্রতীকে সমর্থন দিয়েছিলেন। সমর্থন দেয়ায় প্রতিপক্ষ ফেরদৌস হোসেন মিঠুর সাথে বিরোধ দেখা দেয় এবং হুমকি ধামকি দিয়েছিল। ভোট দিয়ে দুপুর ২টার দিকে জাকির নিবাচন শেষে বাড়ি ফিরছিলেন। এসময় স্থানীয় জাগুলী খান কবরস্থান এলাকায় পূর্বপরিকল্পিত ভাবে তাকে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকান্ডে চিহ্নিত ১১জনসহ অজ্ঞাত আরও ৫/৬জন অংশ নেয়। পরে গাবতলী থানায় তাদের নামে মামলা করা হয়।  পরে ৭ জানুয়ারি গাবতলী থানায়  ১১ জনসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে মামলা করেন।

 

তিনি আরও বলেন, থানায় মামলা হওয়ার পর পুলিশ প্রধান আসামী ফেরদৌস হোসেন মিঠুকে গ্রেফতার করে। বর্তমানে আসামী মিঠু জামিনে এসে মামলা তুলে নেয়ার জন্য প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। বর্তমানে শাপলা বেগম তার তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই স্বামী জাকির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও পরিবারের নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে নিহত জাকির হোসেনের মা রাবেয়া খাতুন, বোন সাবিনা খাতুন, মামলার সাক্ষী আবু তাহের, সোহেল রানা, বন্ধু অনন্ত সেলিম উপস্থিত ছিলেন।

 

 

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 9 =

Contact Us