আল আমিন মন্ডল: আন্তঃ ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধন’কে সুসংহত করণের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২১ সেপ্টেম্বর) বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসানা আকতার, মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ধন্য গোপাল সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রায়, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুর সবুর পিন্টু, অবসরপ্রাপ্ত শিক্ষক খগেন্দ্র নাথ সরকার প্রমূখ।