সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর ডেস্কঃ অসাম্প্রদায়িক বাংলাদেশের আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুংসহত রাখতে বগুড়ায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশের উদ্বোধন করা হয়।

বেলুন উড়িয়ে সম্প্রীতি সমাবেশের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। সব ধর্মের মানুষ এখানে যে যার ধর্ম পালন করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তবে কিছু সংখ্যক লোক ইচ্ছে করেই এ সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। এ বিষয়টি সবার নজরে রাখতে হবে। তবেই তারা আর অমঙ্গলের সাহস পাবে না।

তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত রাখার নিমিত্তে বর্তমান সরকার এ ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। ভেদাভেদ ভুলে সকল ধর্মের মানুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির দেশ সোনার বাংলাদেশ গড়ে তুলবে এটিই মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার। প্রধানমন্ত্রীর এ অঙ্গিকারকে বাস্তবায়নে গোটা দেশব্যাপি সম্প্রীতির সমাবেশের আয়োজন করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুম আলী বেগের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিটের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলার সভাপতি ডা. এন. সি বাড়ই।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সেক্রেটারী মাওলানা মো. মোস্তাকিম হোসাইনসহ প্রমুখ। সমাবেশে সব শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 12 =

Contact Us