শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে প্রয়াত সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যার দেড়যুগ পুর্তি উপলক্ষে স্মরন সভা করা হয়েছে। রোববার (০২ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর প্রেস ক্লাবের উদ্যোগে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ সংগঠনের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই নিহত দীপংকর চক্রবর্তীর স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, পৌর সভার কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, প্রেসক্লাবের সহ -সভাপতি সবুজ চৌধুরী, দীপংকর চক্রবর্তীর ছেলে অনিরুদ্ধ চক্রবর্তী গোপা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল মান্নান। এ দিকে দিনটি উপলক্ষে শেরপুর উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সকল সাংবাদিকগণ কালো ব্যাজ ধারন করেন। উল্লেখ্য, ২০০৪ সালের ২ অক্টোবর রাতে উত্তরাঞ্চলের এই খ্যাতিমান সাংবাদিক নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হাতে খুন হন।