শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার সানজিদা সুলতানা বলেছেন, সাংবাদিকেরা সমাজের উন্নয়নের জন্য কাজ করেন। সাংবাদিকেরা হচ্ছেন সমাজের আয়না। আয়নায় যেমন শরীরের সৌন্দর্য অসৌন্দর্য সবই ধরা পড়ে। তেমনই সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের প্রতিবিম্ব ফুটে উঠে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় গণমাধ্যম ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, অধ্যক্ষ মাও. হাফিজুর রহমান, প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাপ্তাহিক তথ্যমালা সম্পাদক সুজিত বসাক, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, সাংবাদিক আব্দুল হামিদ প্রমুখ।