শেরপুর ডেস্কঃ ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তিশৃংখলা সর্বত্র’ এই শ্লোগানে বগুড়ার শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে এ উপলক্ষ্যে শেরপুর থানার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বি করেন শেরপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক আসিফ ইকবাল সনি। প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান খন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, কমিউনিটি পুলিশিং কমিটির উপজেলা শাখার সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া, সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, সুঘাট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও খানপুর ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি পরিমল দত্ত, বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কমিউনিটি পুলিশিং কমিটির নেতা এমএ হান্নান তালুকদার, মোকাব্বর হোসেন,কমিউনিটি পুলিশিং অফিসার এসআই সাচ্চু বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন শেরপুর থানার এসআই আব্দুস সালাম।