শেরপুর ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন বসছে রবিবার। কাল বিকাল সাড়ে চারটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে। এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের কার্যদিবস ও সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করা হবে। তবে সংসদের ২০তম এ অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
করোনা পরবর্তী অন্য সব অধিবেশনের মতো এবারের অধিবেশনেও সংসদে প্রবেশ করতে প্রত্যেককে করোনা টেস্ট করতে হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) ও এর আগে বৃহষ্পতি-শুক্রবার মন্ত্রী-এমপি, সংসদের কর্মী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মী মিলিয়ে প্রায় আড়াই থেকে তিন হাজার জনের কোভিড টেস্ট করা হয়েছে। কোভিড নেগেটিভ হলে তবেই তিনি সংসদ অধিবেশনে প্রবেশ করতে পারবেন বলে সংসদ সূত্রে জানা গেছে।