শেরপুর ডেস্কঃ প্রায় একযুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া জেলা বিএনপির সম্মেলন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনে উপস্থিত থাকবেন। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু শহীদ টিটু মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন।
বুধবার (২ নভেম্বর) সকাল ৯ টায় সম্মেলন শুরু হবে। ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বগুড়া জেলা বিএনপি নতুন একটি কমিটি পেতে যাচ্ছে এই সম্মেলনের মাধ্যমে। গোপন ব্যালটে নেতা নির্বাচন করবেন জেলার ২৪ ইউনিটের মধ্যে ২২ ইউনিটের ২২২২ জন কাউন্সিলর।
১৯৯৯ সালে বগুড়া বিএনপিতে প্রথম গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন করা হয়েছিল। এবারের সম্মেলনে সভাপতি পদের জন্য রেজাউল করিম বাদশা ( আনারস প্রতীক), ভিপি সাইফুল ইসলাম (ছাতা প্রতীক) ও ফজলুল বারী তালুকদার বেলাল (দেয়াল ঘড়ি প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ আলী আজগর তালুকদার হেনা (রিকশা প্রতীক) ও এম আর ইসলাম স্বাধীন (মোটর সাইকেল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদকের ৩ টি পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আব্দুল আজিজ হিরা (আম প্রতীক), মোশারফ হোসেন স্বপন (সিএসজি প্রতীক) , শেখ তাহা উদ্দিন নাহিন (গোলাপ ফুল প্রতীক) মাজেদুর রহমান জুয়েল (বই প্রতীক), সহিদ উন নবী সালাম (কাপ পিরিচ), মোঃ জাহিদুল ইসলাম হেলাল (টিউবওয়েল প্রতীক), একেএম খায়রুল বাশার (মই প্রতীক), মোঃ শহিদুল ইসলাম (মাইক প্রতীক), মোঃ মিজানুর রহমান রাজা (কলস প্রতীক), মোঃ সোলায়মান আলী (বালতি প্রতীক) ও মোঃ আলী হায়দার তোতা (চশমা প্রতীক)।
উল্লেখ্য ২০১১ সালের ৭ এপ্রিল বগুড়া জেলা বিএনপির সর্বশেষ নির্বাহী কমিটি গঠিত হয়েছিল সম্মেলন ছাড়াই। তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পদক পদে মনোনীতদের নাম ঘোষণা করেছিলেন। এরপর ২০১২ সালের ২৩ অক্টোবর ১৭২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়। ২০১৯ সালের ১৫ মে বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে প্রধান করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়া হয়। গোলাম মোহাম্মদ সিরাজ এমপিকে সরিয়ে ২০২১ সালের ১৩ নভেম্বর রেজাউল করিম বাদশাকে আহবায়ক করা হয়।