শেরপুর ডেস্কঃ জাতীয় সংবিধান দিবস ২০২২ বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে এ উপলক্ষ্যে এক র্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আলহাজ্ব গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লাল মিয়া,শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুবীর কুমার পাল।
সভায় বক্তারা প্রথমবারের মতো জাতীয় সংবিধান দিবস পালিত হওয়ায় দেশের সংবিধানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।