শেরপুরনিউজ২৪ডটনেটঃ ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’- এই শ্লোগানে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদে আয়োজিত মেলা চত্বরে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) সম রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, নাসরিন আক্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রায়হান পিএএ। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষনা করেন।