সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ‘বিনিময়’ প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন জয়

‘বিনিময়’ প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন জয়

শেরপুর ডেস্কঃ দেশে ব্যাংক, এমএফএস ও পিএসপির মধ্যে আন্তঃলেনদেন নিষ্পত্তির সুযোগ তৈরি করে দিতে বাংলাদেশ ব্যাংকের ‘বিনিময়’ নামে নতুন প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এর মধ্য দিয়ে থেকে নতুন এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রবিবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

প্রাথমিকভাবে ১১টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন শুরু হচ্ছে। এর মধ্যে আটটি ব্যাংক এবং তিনটি এমএফএস প্রতিষ্ঠান। ব্যাংকের মধ্যে রয়েছে সোনালী, ব্র্যাক, ইউসিবি, ইস্টার্ন, মিউচুয়াল ট্রাস্ট, পূবালী, আল-আরাফাহ ইসলামী ও মিডল্যান্ড ব্যাংক। তিন এমএফএস প্রতিষ্ঠান হলো, বিকাশ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট ও ইসলামী ব্যাংকের এম ক্যাশ। এর বাইরে টালি পে নামের একটি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) যুক্ত হবে।

Check Also

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

শেরপুর নিউজ ডেস্ক: কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − two =

Contact Us