শেরপুর ডেস্কঃ শেরপুরে ভটভটির চাকায় পিষ্ট হয়ে মোঃ সিমরুল সরকার নামে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার শালফা বাজার নামক স্থানে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিমরুল সরকার উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং শালফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
এদিকে ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ভটভটির চালক সুলতান মন্ডলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার খামারকান্দি ইউনিয়নের বিলনোথার গ্রামের জেল হকের ছেলে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফ হোসেন জানান, শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ওই ক্ষুদে শিক্ষার্থী স্থানীয় শালফা হাফেজিয়া মাদ্রাসা মাঠে ক্রিকেট খেলার জন্য শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশ থেকে উত্তরপাশে পার হচ্ছিল।
এসময় ধুনট থেকে ছেড়ে যাওয়া শেরপুরগামী একটি বাঁশবোঝাই ভটভটি শিশুটিকে চাপা দিলে ভটভটির চাকায় পিষ্ট হয়ে সিমরুল ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।