স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে প্রথম গোলটি করেছেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। স্বাগতিক কাতারের বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটের সময় জালের দেখা পান তিনি।
বল নিয়ে অতি অল্প সময়ের মধ্যে কাউন্টার অ্যাটাকে আসে ইকুয়েডর। কাতারের দুই ডিফেন্ডার রক্ষণ সামলাতে গিয়ে ডি বক্সের ভেতর ভ্যালেন্সিয়াকে ফেলে দেন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচ রেফারি। সেখান থেকে সফল কিক নেন ইকুয়েডর অধিনায়ক।
ভ্যালেন্সিয়া এর আগেও জালভেদ করেছিলেন। তবে ম্যাচের ৫ মিনিটের মাথায় সেই গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ফলে হতাশ হতে হয় লাতিন আমেরিকার দেশটিকে, অন্যদিকে স্বস্তি ফেরে স্বাগতিক কাতার দলে।
রোববার রাতে আল রায়ত স্টেডিয়ামে ইকুয়েডরের কাছে কাতার হেরেছে ২-০ গোলে। এই হারে একটি নিয়মও মেনে চলতে ব্যর্থ হলো কাতার। ২০০৬ সাল থেকে শুরু হওয়ার পর গত চার আসরে উদ্বোধনী ম্যাচ হারেনি স্বাগতিকরা, একরকম নিয়মই হয়ে দাঁড়িয়েছিল এটি। এবার কাতার অবশ্য হারের তিক্ত স্বাদ পেলো প্রথম ম্যাচেই। ।