শেরপুর ডেস্কঃ রাজশাহী বিভাগের ৮ জেলায় ১০ দফা দাবিতে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৩ নভেম্বর) বিকেলে দাবি পূরণে রাজশাহী বিভাগীয় কমিশনারের আশ্বাসে প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
তিনি জানান, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে তার কার্যালেয়ে বৈঠক হয়েছে। ওই বৈঠকে মহাসড়কে নসিমন, করিমন, সিএনজিচালিত অটোরিকশা বন্ধসহ চারটি দাবি এক মাসের মধ্যে পূরণ করার আশ্বাস দেওয়া হয়েছে। বাকি দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানানো হয়েছে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মহাসড়কে নসিমন, করিমন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।