শেরপুর ডেস্কঃ মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি নর্থরপ গ্রুম্যান কর্প নতুন পারমাণবিক বোমারু বিমান বি-২১ রেইডার জেট উন্মোচন করেছে। রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন এই বিমানটি মার্কিন বিমান বাহিনীর দূরপাল্লার স্টিলথ পারমাণবিক বোমারু বিমান বহরের জন্য তৈরি করা হয়েছে।
গত ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি নতুন এ বোমারু পরমাণু বোমা ছাড়াও সাধারণ গতানুগতিক অস্ত্র বহনে সক্ষম। এগুলো একেকটি তৈরিতে ৭০০ মিলিয়ন ডলার খরচ হতে পারে।
শুক্রবার ক্যালিফোর্নিয়ার পামডেলে নর্থরপ গ্রুম্যানের একটি কারখানায় একটি অনুষ্ঠানের বি-২১ বিমানটির উন্মোচন করা হয়। যেখানে প্রথমবারের মত নতুন এই বোমারু বিমানটিকে জনসাধারণের সামনে নিয়ে আসা হয়।