শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর মডেল প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে শেরপুর শহরের শান্তিনগরে সাইফুল বারী কমপ্লেক্সে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাহাদত হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু।
শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন, বিশিষ্ট কথাসাহিত্যিক সাহাব উদ্দিন হিজল । বক্তব্য রাখেন উষসী সাহিত্য সংসদের আহ্বায়ক কবি শাহ আলম, কবি আব্দুস সামাদ প্রামাণিক, সাংবাদিক আশরাফ আলী, শেরপুর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ আলম ফিরোজ, যুগ্ম-সম্পাদক আবু রায়হান রানা, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল খালিদ তরুন, সাহিত্য সম্পাদক নির্বাহী সদস্য সাকিল মাহমুদ শামীম, আব্দুল ওয়াহাব প্রমুখ।
সভায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারী বিচারের আওতায় আনার জোর দাবী জানানো হয়।