শেরপুর ডেস্কঃ স্বপ্নের মত বিশ্বকাপ কাটানো আজকের সেমিফাইনাল ম্যাচটি মরক্কোর কাছে নতুন ইতিহাস সৃষ্টির লড়াই। আফ্রিকান এই সিংহদের বিপক্ষে কাতার বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল ইনজুরির থাবায় জর্জরিত ফ্রান্স। তবে শুরুতেই ৫ মিনিটের মাথায় হার্নান্দেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয় ফ্রান্স।
এরপর একের পর এক আক্রমণ করেও সমতা ফেরাতে পারেনি মরক্কোর হাকিম জিয়েচরা। তবে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি সুযোগ দুদলই পেয়েছিল, তবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা।
দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচটি। ৭৮ মিনিটের মাথায় এমবাপ্পের চমৎকার এক পাসে বদলি খেলোয়ার রান্ডাল কোলো মুয়ানি গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর মরক্কো অনেকবার আক্রমণ আর একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলে কাতার বিশ্বমঞ্চের আসর থেকে বিদায় নিতে হয় ইতিহাস সৃষ্টিকরা এই আফ্রিকানদের।