শেরপুর ডেস্কঃ বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে টার্গেট করে হত্যা করেছিল পাকিস্তানের দোসরেরা। রাজাকার, আল বদর, আলসামস বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি দোসরা তাদের পরাজয় নিশ্চিত জেনে এদেশের বরেণ্য ব্যক্তি শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের অপহরণ করে রায়েরবাজার ও মিরপুরের বধ্যভূমিতে নিয়ে গিয়ে নির্মম হত্যা চালিয়েছিল। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে।
তিনি আরো বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের যথাযথ মর্যাদা দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ পরিচালনা করছেন। বুদ্ধিজীবীরাই জাগিয়ে রাখেন জনতাকে, জাগ্রত করেন বিবেক, লালন করেন সব শুভ প্রত্যয়। অন্যায়কে অন্যায় বলার সাহস তাঁরাই দেখাতে পেরেছেন। বিএনপি সব সময় এই দেশের ইতিহাস বিকৃতি করেছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত করেছে। একমাত্র শেখ হাসিনাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানবতার বিরোধী অপরাধীদের বিচার সম্পূর্ণ করে দেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সুপ্রতিষ্ঠিত করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনিমান মানে শেখ হাসিনার অঙ্গীকারাবদ্ধ।
বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১০টার দিকে বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রাগেবুল আহসান রিপু। এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড মকবুল হোসেন, টি জামান নিকেতা, অ্যাডভোকেট আমানুল্লাহ, আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যাপক শাহাদাত আলম ঝুনু, আব্দুল্লাহ আল রাজি জুয়েল, শেরিন আনোয়ার জজিস, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সিমা,মাসরাফি হিরো, তপন চক্রবর্তী, এস এম খালেকুজ্জামান রাজা, এস এম শাহজাহান, মাহফুজুল ইসলাম ভূঁইয়া রুমেল, অধ্যক্ষ শামসুল আলম জয়, ইমরান হোসেন রিবন, আবু সুফিয়ান শফিক, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, সাইফুল ইসলাম বুলবুল, কামরুল হুদা উজ্জ্বল, আলমগীর হোসেন স্বপন, আব্দুস সালাম, শামসুদ্দিন শেখ হেলাল, আলমগীর বাদশা, শুভাশিস পোদ্মার লিটন, সাজেদুর রহমান শাহিন,আমিনুল ইসলাম ডাবলু, পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন সরকার, জুলফিকার রহমান শান্ত, রাকিব উদ্দিন সিজার, ডালিয়া নাসরিন রিক্তা, রাশেদুজ্জামান রাজন, সজীব সাহা ও আল মাইিদুল ইসলাম জয়।