সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / টিকটক না করার পরামর্শ দীঘিকে

টিকটক না করার পরামর্শ দীঘিকে

শেরপুর ডেস্কঃ চলচ্চিত্রে খুব একটা দেখা না গেলেও নিয়মিত টিকটক ও সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্মে দেখা যায় প্রার্থনা ফারদিন দীঘিকে। এবার তাকে টিকটকে সময় ব্যায় না করে অভিনয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দিলেন নির্মাতা রায়হান রাফি। এছাড়াও এই নায়িকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

সম্প্রতি দীঘির দেয়া স্ট্যাটাস ঘিরে রাফির এই মন্তব্য। দীঘির অভিযোগ, তাকে একটি সিনেমায় নির্বাচিত করেও পরে বাদ দেওয়া হয়েছে। তবে দীঘির এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন রাফি। তিনি বলেন, দীঘি নিজেই আমার সঙ্গে কথা বলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। এর মানে এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে।

রায়হান রাফি বলেন, একটি চরিত্রের জন্য একাধিকজনের সঙ্গে কথা হতে পারে, চূড়ান্ত কেবল একজনই হবে এবং তার সঙ্গে লিখিত চুক্তি হবে। দীঘির সঙ্গে তো আমার কোনো লিখিত চুক্তি হয়নি। সে কাজ করতে চেয়েছে, অফিসে নিজের ইচ্ছাতেই এসেছে। দীঘি বলেছে আমি তাকে বাদ দিয়েছি, তাকে আমার চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়নি, ফলে তার সঙ্গে যোগাযোগ করিনি।

দীঘি আলোচনায় আসার জন্যই এমন করেছেন বলে মনে করেন এই নির্মাতা। তিনি আরো বলেন, আমি তো কোনো স্ক্যান্ডাল দিয়ে আলোচনায় আসিনি। আমি আলোচনায় এসেছি আমার সিনেমা দিয়ে, ‘পোড়ামন-২’ দিয়ে, ‘পরাণ’ দিয়ে, ‘দামাল’ দিয়ে। দীঘি যেটা করছে আলোচনার জন্যই করছে।

Check Also

নির্বাচন পদ্ধতি নিয়ে ইলিয়াস কাঞ্চনের তিন প্রস্তাব

শেরপুর নিউজ ডেস্ক: এবার নির্বাচন ব্যবস্থা নিয়ে তিনটি প্রস্তাব দিলেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আশির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 20 =

Contact Us