শেরপুর ডেস্কঃ নতুন বছরে রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করছেন ইউক্রেনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এই তথ্য জানিয়ে বলেন, ইউক্রেন এখন রাশিয়ার হামলা প্রতিহত করতে সক্ষম।
চলতি সপ্তাহে ইকোনোমিস্টে এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি এবং পদাতিক বাহিনীর প্রধান কর্নেল ওলেকজান্ডার সিরিস্কিও একই ধরনের তথ্য জানান।
গার্ডিয়ানের খবর অনুসারে, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ মনে করছেন, ফেব্রুয়ারিতে বড় হামলা করতে পারে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের বাকি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, এটা জানুয়ারির শুরুতে ঘটতে পারে।
ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে ২ লাখ সেনাবাহিনীর একটি দল নিয়ে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে ১ লাখ ৭৫ হাজারের একটি সেনাদল নিয়ে প্রথমবারের মতো অভিযানে নামে পুতিন বাহিনী।
তবে রাশিয়ার এ বাহিনীকে থামানো সম্ভব বলে মনে করছেন ইউক্রেনের সেনাপ্রধান। তিনি বলেন, ‘৩০০ ট্যাংক, ৬০০ সশস্ত্র যুদ্ধযান এবং ৫০০ হাউৎজার থাকলেই তাদের দমানো যাবে।
ভ্যালেরি জালুঝনি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি কিয়েভের দিকে আরেকদফা হামলা চালাবে রাশিয়া। এ হামলা মোকাবিলায় ইউক্রেনবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সরকারের কাছে আরও অস্ত্র সরবরাহের আবেদন করেন।