সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / তৃতীয় স্থান ক্রোয়েশিয়ার

তৃতীয় স্থান ক্রোয়েশিয়ার

শেরপুর ডেস্কঃ মরক্কোকে কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ক্রোয়েশিয়া। আল রাইয়ানের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত নয়টায় মাঠে নামে দুই দল।

ম্যাচের শুরুতেই গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে নেন জোসকা। দুই মিনিট পরেই সমতায় ফেরে মরক্কো। ফ্রি কিক থেকে উড়ে আসা বল ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু বল তার মাথা ছুঁয়ে চলে আসে গোলপোস্টের সামনে। সেখানে আচরাফ দারি নিচু হয়ে হেড নিয়ে জালে পাঠান বল।

৪২ মিনিটে মার্কো লিভাজার অ্যাসিস্টে ওরসিচের অসাধারণ এক গোলে আবার এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ক্রোয়েশিয়া।

প্রথমার্ধে ৫৯ শতাংশ বলের দখল ছিল ক্রোয়েশিয়ার পায়ে। আক্রমণেও এগিয়ে তারা। এ পর্যন্ত ছয়টি কার্যকর আক্রমণ শানিয়ে গোলপোস্টের দিকে শট নিয়েছিল। তার মধ্যে তিনটি ছিল অন টার্গেটে। একটি থেকে গোল হয়েছে। অন্যদিকে মরোক্কো অন টার্গেটে একটি শট নিয়ে এক থেকেই গোল করেছে।

Check Also

পেরু ম্যাচে মেসির বিশ্বরেকর্ড

শেরপুর নিউজ ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 17 =

Contact Us