শেরপুর ডেস্কঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, তৃণমূল পর্যায়ের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। বগুড়ার সবগুলি আসনে বিজয় অর্জন করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করে করতে হবে যার কোন বিকল্প নাই। সামনে দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় সিদ্ধান্তে মেনে আমাদের সকলেরই কাজ করতে হবে।
শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় বগুড়ায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাকিবুল আহসান রিপু, টি জামান নিকিতা, এডভোকেট মকবুল হোসেন মুকুল, এ কে এম আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বাবলু, আব্দুল্লাহ আল রাজী জুয়েল, শেরিন আনোয়ার জর্জিস প্রমুখ। এছাড়াও জেলার সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ওই সভায় উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৪ ডিসেম্বর ২২ তম জাতীয় সম্মেলন সফল করা এবং জেলা ছাত্রলীগের কমিটি গঠনে উদ্বুদ্ধ পরিস্থিতির উপর আলোচনার পর বেলা ১টায় নির্বাহী কমিটির সভায় ২২ তম জাতীয় সম্মেলন সফল করার সিদ্ধান্ত গৃহীত হয়। ছাত্রলীগ ভাতৃপ্রতিম সংগঠন সুতরাং সেটা নিয়ে নিজেদের মধ্যে তিক্ততা না বাড়ায় সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানান বক্তারা।