সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বিএনপির পদত্যাগ করা আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারী

বিএনপির পদত্যাগ করা আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারী

শেরপুর ডেস্কঃ বিএনপির এমপিদের পদত্যাগ করা বগুড়া সদর- নন্দীগ্রাম কাহালুসহ আসনগুলোতে উপনির্বাচনের তারিখ ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি ওই আসনগুলোতে ভোট অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ ডিসেম্বর) কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকি কমিশনাররাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিশন সচিব মো. জাহাঙ্গীর জানান, আগামী ১ ফেব্রুয়ারি ওই ৫ আসনের ভোট গ্রহণ করা হবে। ৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, যাচাই-বাছাই ৮ জানুয়ারি।

তিনি জানান, সব আসনের সব কেন্দ্রেই ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সিসিটিভি থাকবে কি-না, পরে সিদ্ধান্ত নেয়া হবে।

Check Also

বিএনপি সংখ্যা লঘুদের রক্ষা করে- ইকবাল হাসান মাহমুদ টুকু

আশরাফ আলী, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

Contact Us