সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ৫ জানুয়ারি প্রথম সংসদ অধিবেশন

৫ জানুয়ারি প্রথম সংসদ অধিবেশন

শেরপুর ডেস্কঃ নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন (২১তম) বসবে আগামী ৫ জানুয়ারি। সেদিন বিকেল ৪টায় অধিবেশনের বৈঠক আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংবিধানের ৭২ নম্বর অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন বলে আজ সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে গত ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়।

একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্য-বাধকতা রয়েছে।

নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। এরপর সংসদ সদস্যরা অধিবেশনজুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন সরকার ও বিরোধীদলীয় সদস্যরা। বছরের প্রথম অধিবেশনের শুরুর দিনে সংসদ ভবনে আগমনে ফুল দিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হবে।

এর আগে একাদশ সংসদের ২০তম অধিবেশন গত ৩০ অক্টোবর শুরু হয়। মাত্র ৬ কার্যদিবসের এ অধিবেশনে ৪টি বিল পাস হয়। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য প্রাপ্ত ৪৪টি প্রশ্নের মধ্যে ১৮টির উত্তর দেন প্রধানমন্ত্রী। অন্য মন্ত্রীদের জন্য এক হাজার ১৩টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তারা উত্তর দেন ৪৩৯টির।

বিধি-৬২ তে একটি মুলতবি প্রস্তাব পাওয়া গেলেও তা নাকচ করেন স্পিকার। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের ৯১টি নোটিশ পাওয়া যায়।

Check Also

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

শেরপুর নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 8 =

Contact Us