শেরপুর ডেস্কঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা মুজিব মঞ্চে সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর আয়োজনে আলোচনা সভা ও বিজয়ের গান পরিবেশন করা হয়।
সপ্তস্বর শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক আসাদ হোসেনের আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়া জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের সাবেক পিপি এডভোকেট মনতেজার রহমান মন্টু। বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুণ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া সিনিয়র সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, লেখক ও গবেষক সহকারী অধ্যাপক এমএ জাহিদ।
সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার নির্বাহী সদস্য রবিউল করিম হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভা শেষে সপ্তস্বর শিল্পগোষ্ঠীর শিল্পীরা মহান বিজয়ের গান পরিবেশন করেন।