শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা।
তিনি জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় শেরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগামী সাত কর্মদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, বগুড়া পৌর শাখা, কাহালু উপজেলা, গাবতলী উপজেলা, দুপচাঁচিয়া উপজেলা, সান্তাহার সরকারি কলেজ, নন্দীগ্রাম উপজেলা, সরকারি শাহ সুলতান কলেজ, সরকারি নাজির আকতার কলেজে পূর্ণাঙ্গ কমিটি দশ কার্য দিবসের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
২০১৭ সালের ২৪ জুলাই সম্মেলনের মাধ্যমে বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে আরিফুর রহমান শুভ ও সাধারণ সম্পাদক হিসেবে সোহেল রানাকে দায়িত্ব দেয়া হয়। এরপর চলতি বছরের ৩ অক্টোবর সভাপতি আরিফুর রহমান শুভকে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় বহিষ্কার করা হয়।
শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ‘আমরা নতুন অবৈধ কমিটি মানি না। তাদের কোন কমিটি বিলুপ্ত ঘোষণা করার কোন অধিকার নেই।’