প্রেস বিজ্ঞপ্তি : বগুড়া-৬ আসনে উপ নির্বাচনে প্রার্থী হতে শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানী ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকী সরকার।
মনোনয়নপত্র জমাদানকালে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক কোহিনুর বেগম, সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম ছন্দ, গাবতলি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেক্সোনা জালাল।
জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকী সরকার বগুড়া শহরের উপশহরে পরিবার নিয়ে বসবাস করেন। বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এসএম সাইফুল ইসলাম ও জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য নিলুফা ইয়াসমিন দম্পতির কন্যা সাবিয়া সাবরিন পিংকী সরকার। ব্যক্তিগত জীবনে সাবিয়া সাবরিন পিংকী সরকার বিবাহিত। তার স্বামী জনি আরেফিন একজন প্রতিষ্ঠিত ঠিকাদার এবং দুই ছেলে ও দুই মেয়ের জননী পিংকী সরকার। সাবিয়া সাবরিন পিংকী সরকার বলেন, ছোট বেলা থেকে দাদা মুজিবুর রহমানের কাছে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্কুল জীবন থেকে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেই। একি নাম হওয়ায় আমার দাদাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিতা বলে ডাকতেন। আমার দাদা ছিলেন গোকুল ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। মৃত্যুর আগ পর্যন্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন।
কোন পদপদবির পিছনে না ছুটে ছাত্রজীবন থেকে স্কুল ড্রেস পড়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল লড়াই সংগ্রামের মিছিল মিটিংয়ে অংশ নিয়েছেন জানিয়ে তিনি বলেন, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (ভি,এম) স্কুলে পড়াশুনা শেষ করে ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজ ভর্তি হই। এরপর এশিয়া প্যাসিফিক থেকে বিবিএ পড়া অবস্থায় থ্ঢাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের নানা কমসূচীতে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করি। পড়াশোনা শেষে বগুড়ায় এসে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ভাবে কাজ শুরু করি। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য পদ অর্জন করে দলীয় কর্মকান্ডে অংশ নেই।
সৎ, সাহসী ও মিষ্টভাষী সাবিয়া সাবরিন পিংকী ২০২১ সালে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকে জেলার সকল মহিলা আওয়ামী লীগের ইউনিটকে শক্তিশালী করণে কাজ করে যাচ্ছেন। পিংকী বলেন, বগুড়ায় আওয়ামীলীগের রাজনীতি প্রসারে ও দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হতে এবার বগুড়া-৬ সদর আসন থেকে নৌকা মার্কার প্রার্থী হতে চাই। যাতে করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করতে চাই। বগুড়ার মানুষের জন্য কাজ করতে চাই বঙ্গবন্ধুর আদর্শে। তাই দলীয় মনোনয়ন পেতে শনিবার ঢাকায় দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছি।