শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর পৌর শহরের নির্মাণকাজে বাধা দেয়ার প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীকে মারপিট করে আহত এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে শেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের টাউনকলোনী এলাকায় মহাসড়ক সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ভুক্তভোগী টাউনকলোনী এলাকার মো. নাছের আলীর ছেলে মো. রফিকুল ইসলাম জানান, আমি আমার জায়গায় হাইওয়ে ড্রেন সংলগ্ন দোকানঘর মেরামত করা কালে টাউনকলোনী এলাকার রাজু, তার ছেলে সাদিক এবং কামরুল সেখানে গিয়ে অবৈধভাবে বাধা প্রদান করে এবং আমাকে ও আমার স্ত্রীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে নিষেধ করলে তারা আমাদের এলোপাথারি মারপিট করে। চিৎকার শুনিয়া আশে পাশের লোকজন আগাইয়া আসিলে তারা আমাকে ও আমার স্ত্রীকে খুন জখমের হুমকি দিয়ে চলিয়া যায়। এ ব্যাপারে আমি থানায় গিয়ে অভিযোগ করেছি।
এ ব্যাপারে শেরপুর ফাঁড়ির এসআই ছাম্মাক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।