Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় দুই আসনে মনোনয়ন জমা ২২ জনের

বগুড়ায় দুই আসনে মনোনয়ন জমা ২২ জনের

শেরপুর ডেস্কঃ বিএনপির ছেড়ে দেওয়া বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বগুড়া-৬ (সদর) আসনে ১৩ জন এবং বাকি ৯ জন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। দুই আসনের উপনির্বাচনে ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৮ জানুয়ারি বাছাই, ১৫ জানুয়ারি প্রত্যাহার ও ১৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ করা হবে আগামী ১ ফেব্রুয়ারি।

জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, বগুড়া-৬ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ১৩ প্রার্থী হলেন—আওয়ামী লীগ মনোনীত রাগেবুল আহসান রিপু, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর, জাসদের ইমদাদুল হক ইমদাদ, জাকের পার্টির ফয়সাল বিন শফিক, গণফ্রন্টের আফজাল হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান, জেলা সনাকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মান্নান আকন্দ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, সাবেক বিএনপি নেতা সরকার বাদল, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এবং রাকিব হাসান।

অন্যদিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ৯ প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাদের মধ্যে মহাজোট মনোনীত বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, জাকের পার্টির আবদুর রশিদ সরদার, বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মণ্ডল, সাবেক বিএনপি নেতা পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, শিক্ষক গোলাম মোস্তফা, আলহাজ ইলিয়াস আলী এবং আব্দুর রশিদ।

দলীয় সিদ্ধান্তের কথা বলে বগুড়া-৬ (সদর) এবং বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় দুই সংসদ সদস্য গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন আসন দুটি শূন্য ঘোষণা করে।

১৮ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি আসন দুটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

Check Also

শেরপুরে হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে হিরোইনসহ খাইরুল ইসলাম নামের এক মাদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + six =

Contact Us