সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / কোথায় দুর্নীতি হচ্ছে তথ্য দেন, ব্যবস্থা নেব: প্রধানমন্ত্রী

কোথায় দুর্নীতি হচ্ছে তথ্য দেন, ব্যবস্থা নেব: প্রধানমন্ত্রী

শেরপুর ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্নীতি নিয়ে যে কথা বলে, আমি তো পার্লামেন্টে বলেছি- কোথায় দুর্নীতি হচ্ছে আমাকে তথ্য দেন, আমি ব্যবস্থা নেব। (দুর্নীতির কথা) শুধু মুখে মুখে বললে তো হবে না। এখন এমন এমন লোকজনের কাছ থেকে আমাকে শুনতে হচ্ছে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্থ।’

শনিবার (১৪ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের নব-নির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন তিনি।

যৌথসভার সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসময় তিনি বলেন, ‘যাদের আমলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে অথবা কেউ বলতে গেলে ওই ক্ষুদ্রঋণের ব্যবসা করতে যেয়ে গরিব মানুষের উপর এমন চাপ যে সুদ দিতে দিতে তাদের অনেক সময় বাড়িঘর ছেড়ে এলাকা থেকে চলে যেতে হয়েছে অথবা আত্মহত্যা করতে হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ১৪ বছরে যে কাজ সরকার করেছে তাতে দেশের অনেক উন্নয়ন হয়েছে। করোনার পরে বিশ্বমন্দার মাঝে মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার ভর্তুকি দিচ্ছে। নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করতে হবে। মন্দার কারণে সরকার অনেক হিসাব-নিকাশ করে চলছে।

আওয়ামী লীগ যে ওয়াদা করে তা রাখে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, প্রতিশ্রুতি দিয়ে কাজ করা হচ্ছে বলেই জনগণ তার সুফল পাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

 

Check Also

গভীর রাতে উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন বিক্ষোভরত আহতরা

শেরপুর নিউজ ডেস্ক: উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 18 =

Contact Us