সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

শেরপুর ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে শনিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, কিয়েভের ডিনিপ্রোভস্কি জেলায় এই হামলা চালানো হয়, গুরুত্বপূর্ণ অবকাঠামোর বর্ণনা দেয়া হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে কিয়েভ জুড়ে বিমান হামলার সাইরেন বাজানোর আগে কিয়েভে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেছেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধার উপর ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে জুরুরি সংস্থাগুলো ঘটনাস্থলে যাচ্ছে।

কিয়েভের সামরিক প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকতে বলেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে লিখেছেন, আপনার আশ্রয়কেন্দ্রে থাকুন। তিনি বলেন, একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কিয়েভের পশ্চিমে হলোসিভস্কি জেলার একটি অনাবাসিক এলাকায় পড়ে।

Check Also

বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ সামান্থা হার্ভে

শেরপুর নিউজ ডেস্ক: সাহিত্যে বিশেষ অবদানের জন্য অন্যতম সম্মানজনক পুরস্কার বুকার জিতেছেন ব্রিটিশ লেখক সামান্থা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 5 =

Contact Us