সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / শেরপুরের আম্বইল গ্রামে আদিবাসী কেন্দ্রীয় নেতাদের পরিদর্শন

শেরপুরের আম্বইল গ্রামে আদিবাসী কেন্দ্রীয় নেতাদের পরিদর্শন

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের আম্বইল ও গোড়তা গ্রাম পরিদর্শন করেছেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শনিবার ( ১৪ জানুয়ারি) দুপুরে তারা প্রত্যন্ত ওই এলাকা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, মুখপাত্র ও দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)- নওগাঁ জেলা শাখার সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, দিনাজপুর জেলা শাখার আহবায়ক কিবরিয়া হোসেন, বগুড়া জেলা শাখার সদস্য সচিব দিলরুবা নুরী, জাতীয় আদিবাসী পরিষদ- বগুড়া জেলা শাখার সভাপতি সন্তোষ সিং (বাবু), সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস, সহ সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, সহ সাংগঠনিক সম্পাদক সুনীল রবিদাস বাবু, কোষাধ্যক্ষ সন্তোষ চন্দ্র সিং, দপ্তর সম্পাদক সুজন রাজভর, রংপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ বিমল খালকো, সাধারন সম্পাদক যোসেফ সরেন, বগুড়ার শেরপুর উপজেলা শাখার আহবায়ক স্বপন সিং, সদস্য সচিব শ্যামল কর্ণিদাস, আদিবাসী যুব পরিষদ-নাটোর জেলা শাখার সভাপতি পরিতোষ পাহান, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সন্তোষ মাহাতো, ভবানীপুর ইউপি সদস্য সুরেশ মাহাতো, বাংলাদেশ আদিবাসী ফোরাম- সিরাজগঞ্জ জেলা শাখার ভূমি ও আইন বিষয়ক সম্পাদক নিমাই মাহাতো, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ- রাজশাহী বিভাগীয় কমিটির নেতা সজীব কুমার, শিপেন কুমার শীল, আদিবাসী ছাত্র পরিষদ- কেন্দ্রীয় কমিটির সদস্য অনিল গজার, নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তপন পাহান প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ আহত আদিবাসীদের চিকিৎসা ও নিরাপত্তার খোঁজ-খবর নেন। একইসাথে অনতিবিলম্বে তদন্ত কমিটি করে হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, জমি চাষকে কেন্দ্র করে গত ৮ ও ১১ জানুয়ারি দুইদিন দফায় দফায় সংঘর্ষে আদিবাসীদের অর্ধশত নারী পুরুষ আহত এবং তাদের বাড়িঘরে হামলা হয়েছে। বর্তমানে তারা আতংকে দিনাতিপাত করছে।

Check Also

ব্যাকপেইনে করণীয় কী?

শেরপুর নিউজ ডেস্ক: কোমর বা পিঠে ব্যথ্যা নিয়ে মানুষের অস্বস্তি কম নয়। বিশেষ করে যারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − three =

Contact Us